ঘরে বসে স্পোকেন ইংলিশ

0
বইটি সম্পর্কে তুমি কি স্পোকেন ইংলিশে আরো উন্নতি করতে চাও? তুমি কি সবার সামনে ইংরেজিতে কথা বলার আগে দুইবার চিন্তা করো এবং এই চিন্তা থেকে তুমি বের হয়ে আসতে চাও? তুমি যদি কোনোভাবে এই দুটি প্রশ্নের মধ্যে নিজেকে দেখতে পাও তাহলে “ঘরে বসে স্পোকেন ইংলিশ “ বইটি তোমার জন্য। তুমি হয়তো তোমার স্পোকেন ইংলিশ-এর সমস্যা নিয়ে চিন্তা করছো। কিন্তু কোনো সমাধান খুঁজে পাচ্ছো না। এইক্ষত্রে তুমি কিন্তু একা না। আরো অনেক মানুষ স্পোকেন ইংলিশ নিয়ে সমস্যায় আছে। তারা হয়তো প্রচুর ফি দিয়ে কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে। কিন্তু দিনশেষে স্পোকেন ইংলিশটা আর শেখা হচ্ছে না। অযথা সময় এবং অর্থ দুটোই নষ্ট হচ্ছে। আমাদের বইটি কিন্তু মোটেই এরকম না। একগাদা গ্রামার রুলস মুখস্থ না করিয়ে সঠিক দিকনির্দেশনার মাধ্যমে বাস্তবধর্মী উদাহরণ দিয়ে বইটি সাজানো হয়েছে। বইটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন তুমি তোমার প্রাত্যহিক জীবনে খুব সহজেই ইংরেজিটা বলতে পারো, প্রতি সেকেন্ডে গ্রামারের কথা চিন্তা না করেই। এছাড়াও এই বইটি তোমাকে সম্পূর্ণ নির্দেশনা দিবে কীভাবে তুমি ইন্টারভিউ কিংবা প্রেজেন্টেশনে ইংরেজিতে কথা বলবে। এবং অবশ্যই বইটি শেষ করার পরে স্পোকেন ইংলিশে তুমি অনেকটা দক্ষ হয়ে উঠবে। তাহলে আর দেরি কীসের ? এখনি সংগ্রহ করে ফেলো তোমার বইটি। কাদের জন্য এই বইটি? আমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাই কিন্তু কোথা থেকে শুরু করবো তা বুঝে উঠতে পারছি না। আমরা যারা অন্যের সামনে ইংরেজিতে কথা বলতে ভয় পাই। শুধুমাত্র ইংরেজিতে কথা বলতে না পারার কারণে আমরা যারা প্রেজেন্টেশনে ভালো করতে পারছি না। আমরা যারা গ্রামার রুলস এর সাহায্য ছাড়াই ইংরেজি চর্চা করতে চাই। আমরা যারা IELTS এর স্পিকিং টেস্ট এর জন্য প্রস্তুতি নিচ্ছি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

পাঠকদের সুবিধার্থে বিভিন্ন সোর্স থেকে যেমন- Facebook, Telegram , Youtube এই ধরনের website থেকে লিঙ্ক কালেক্ট করলেও incourse.xyz Copyright Law অনুসরণ করে । যদি কনো কোর্স বা বই কপিরাইট /copyright এ পড়ে । তাহলে আমাদের জানান, আমারা সেটা ২৪ ঘণ্টার ভিতরে রিমুভ করে দিবো । - laren more

ডোনেট করুন ।। আপনার জন্য

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !