Kids' English

0
কোর্স সম্পর্কে আপনি কি আপনার সন্তানকে ক্লাসরুমে অনায়াসেই সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে দেখতে চান? নাকি আপনি আপনার ছোট্ট সোনামণিকে ভবিষ্যতের জন্য এক ধাপ এগিয়ে রাখতে চান? যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকে তবে এই কোর্সটি আপনার জন্যই। একাডেমিক জীবনে ক্লাসরুম কিংবা সহশিক্ষা কার্যক্রমে স্পোকেন ইংলিশ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা কলেজ এবং চাকরীর অ্যাপ্লিকেশন- এও প্রভাব ফেলে থাকে। দৈনন্দিন জীবনে বিদেশিদের সাথে কথা বলা, ভ্রমণ করা কিংবা পড়াশোনার জন্য বিদেশে যাওয়া, প্রতিটি ক্ষেত্রেই আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলার প্রয়োজনীয়তা অনেক বেশি। আপনি যদি চান আপনার পরিবারের ছোট্ট সদস্যটি ভবিষ্যতে তার ইংরেজিতে কমিউনিকেট করার দক্ষতা দিয়ে জীবনে সাফল্য অর্জন করুক, তবে এই কোর্সটি সেই ছোট্ট মানুষগুলোর জন্যই। মজাদার সেন্স অফ হিউমার, চমৎকার শিক্ষাগত যোগ্যতা এবং অনেক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন মুনজেরিন শহীদ আপনার সন্তানের স্পোকেন ইংলিশ স্কিল বৃদ্ধি করার জন্য একজন আদর্শ শিক্ষক হিসেবে কাজ করবেন। এই কোর্সটিতে মুনজেরিন শহীদের গাইডেন্স- এ আপনার সন্তানের ইংরেজি বলার ভয় কাটানোর এবং খুব সহজেই তাকে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কোর্সটিতে ৩৫ টি মজাদার ভিডিও রয়েছে যাতে ছোটরা মজায় মজায় শিখতে পারে। আরও রয়েছে ৩৫ টি ফ্ল্যাশকার্ড যা আগের লেসন মনে রাখতে সাহায্য করবে, ৩৫ টি ইন্টার‍্যাক্টিভ কুইজ যা তাদের অগ্রুগতি বুঝতে সাহায্য করবে এবং ৩৫ টি নোটস যা তারা কী কী পড়লো তার রেকর্ড রাখবে। তাই আপনার ছোট্ট সোনামণিকে সাবলীলভাবে এবং আত্মবিশ্বাসের সাথে ইংরেজি ভাষায় কথা বলা শেখার পথে এক ধাপ এগিয়ে থাকায় সাহায্য করতে আজই এনরোল করুন কোর্সটিতে। এই কোর্সের বৈশিষ্ট্যগুলো কী কী? কোর্সে রয়েছে ৩৫ টি ভিডিও লেকচার যার প্রতিটি এমনভাবে সাজানো যাতে আপনার সন্তান সবকিছু শিখতে পারে। আপনার সন্তানকে বাস্তব পরিস্থিতিতে শেখানো হয় যাতে তারা সহজেই ইংরেজিতে কথা বলা শিখতে পারে। নোটস এবং ফ্ল্যাশকার্ড-এর মাধ্যমে তারা যা পড়েছে তা সহজেই মনে রাখতে পারে। ইন্টার‍্যাক্টিভ কুইজ এর মাধ্যমে বাবা-মা তাদের সন্তানের অগ্রুগতি বুঝতে পারবে। কোর্সটি থেকে আপনার সন্তান কী কী শিখবে? কীভাবে ইংরেজিতে নিজের পরিচয় দিতে হয় এবং দৈনন্দিন জীবনে কথা বলার জন্য যা প্রয়োজন। স্কুল, বন্ধু, শিক্ষক, প্রিয় বিষয় এবং নিজের প্রয়োজনীয়তা সম্পর্কে ইংরেজিতে কথা বলা। সেসব পরিস্থিতিতে কেবল ইংরেজিতেই কথা বলা যেতে পারে সেখানে সাবলীলভাবে কথা বলা। কীভাবে ইংরেজিতে কথা বলার ভয় কাটানো যায় যাতে তারা আটকে না গিয়েই কথা বলতে পারে। কোর্সটি কাদের জন্য? যেসব বাবা-মা তাদের সন্তানকে ইংরেজি বলায় কষ্ট করতে দেখতে চান না। যারা তাদের সন্তানকে ক্লাসরুমে অনেক সুন্দর ইংরেজিতে কথা বলতে দেখতে চান। যারা তাদের সন্তানকে সহশিক্ষা কার্যক্রমে ভালো করতে দেখতে চান। যেই বাচ্চারা তাদের শিক্ষক এবং বন্ধুদের সাথে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলে তাদের মুগ্ধ করতে চায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

পাঠকদের সুবিধার্থে বিভিন্ন সোর্স থেকে যেমন- Facebook, Telegram , Youtube এই ধরনের website থেকে লিঙ্ক কালেক্ট করলেও incourse.xyz Copyright Law অনুসরণ করে । যদি কনো কোর্স বা বই কপিরাইট /copyright এ পড়ে । তাহলে আমাদের জানান, আমারা সেটা ২৪ ঘণ্টার ভিতরে রিমুভ করে দিবো । - laren more

ডোনেট করুন ।। আপনার জন্য

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !