Khalid Farhan Digital Marketing course

0
আমি চাই আপনি সব কিছু ভাল মত বুঝে শুনে তারপর এই কোর্স কিনুন - পৃথিবী তে কোর্সের কোন অভাব নেই এবং আমি শিওর এর থেকে কম দামে, বেশি দামে অনেক কোর্স আছে চারিদিকে। আপনার আসলেই বোঝা উচিত কেন আপনি এই কোর্স টা কিনবেন। আমার মতে কারণ গুলো এরকমঃ আমি শুধু ডিজিটাল মার্কেটিং শেখাই না, এটাই আমার প্রফেশন, আমার ব্যবসা বাণিজ্য এবং কাজ কর্ম সব কিছু ডিজিটাল মার্কেটিং নিয়েই - আমার পড়াশোনাও ডিজিটাল মার্কেটিং নিয়ে। আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স টা আমি মনে করি অন্য কোর্স থেকে পাওয়া সম্ভব না। আমি চেষ্টা করি সব কিছু অনেস্টলি বলে দিতে। এই কোর্স কেনার পেজ এও আপনি হয়তো খেয়াল করেছেন, আমি আপনাকে কোন লোভ দেখানোর চেষ্টা করি নি। তার কারণ ডিজিটাল মার্কেটিং জগৎ টা আসলে বেশ কঠিন। আমার কাছ থেকে শিখে হাজার দুয়েক মানুষ অনলাইনে বিশ্বব্যপী বেশ ভাল করছে। আমার স্টুডেন্ট রা ইন্টারন্যাশনাল বিভিন্ন ব্লগে মেনশন পায় নিয়মিতই - এবং আমার এই একাডেমির মেম্বার রা অনেকেই খুব কম সময়েই স্বাবলম্বী হতে পেরেছে। এবার ছোট একটা ব্র্যাগ - আমার মনে হয় না এত কম দামে এত গুলা কোর্স একসাথে প্যাকেজ করে কেউ বাংলা ভাষায় এভাবে দেয় - ১৫০ এর মত ভিডিও, একদম হাতে কলমে সব দেখিয়ে দেয়া - এবং আমি আসলেই চেষ্টা করেছি খুব ই যত্ন করে বোঝাতে সব কিছু - আমার মনে হয় না কোন মডিউল এ এমন কোন ভিডিও আছে যা আপনি বুঝতে পারবেন না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

পাঠকদের সুবিধার্থে বিভিন্ন সোর্স থেকে যেমন- Facebook, Telegram , Youtube এই ধরনের website থেকে লিঙ্ক কালেক্ট করলেও incourse.xyz Copyright Law অনুসরণ করে । যদি কনো কোর্স বা বই কপিরাইট /copyright এ পড়ে । তাহলে আমাদের জানান, আমারা সেটা ২৪ ঘণ্টার ভিতরে রিমুভ করে দিবো । - laren more

ডোনেট করুন ।। আপনার জন্য

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !