WordPress Theme Customization (ওয়ার্ডপ্রেস ট্রেনিং) -itbari

0
যা যা থাকছে এই কোর্সেঃ (WordPress Theme Customization) Module 01- (WordPress Dashboard) এই মডিউলে WordPress ড্যাশবোর্ড এর বেসিক বিষয়গুলো বিস্তারিতভাবে ভেঙ্গে ভেঙ্গে বুঝানো হয়েছে। যে ব্যাক্তি জীবনে প্রথম ওয়ার্ডপ্রেস এর সাথে পরিচয় হল, সেও এইগুলা দেখে ওয়ার্ডপ্রেস কে সহজেই বুঝে যাবে। Module 02- (Zelle Lite Customization) এই মডিউলে WordPress এর একটি চমৎকার থিম Zelle Lite কাস্টমাইজ করে দেখানো হয়েছে। এই থিমটি শুরু থেকে হাতে ধরে ক্লাইন্ট ডেলিভারি উপযোগী করে কাস্টমাইজ করে দেখানো হয়েছে যাতে করে যে কেউ এই রকম ডিজাইনের সাইট তৈরি করতে পারে মাত্র কয়েক ঘণ্টা সময়ের মধ্যে। Module 03- (cPanel Tutorial) এই মডিউলে পেইড cPanel এ কিভাবে কাজ করতে হয় সেগুলো দেখানো হয়েছে। অনেকে প্র্যাক্টিক্যাল কাজ শিখে ফেললেও cPanel এর ব্যবহার না জানার কারনে WordPress ঠিকভাবে ব্যবহার করতে এবং সাইটের অন্যান্য অনেক কাজ ঠিকমত করতে পারে না। এই জন্য এই মডিউলে cPanel এর বিভিন্ন কাজের প্র্যাক্টিক্যাল প্রয়োগ এখানে করে দেখানো হয়েছে। Module 04- (WordPress Migration) Fiverr সহ বিভিন্ন মার্কেটপ্লেসে WordPress Website Transfer এর প্রচুর কাজ পাওয়া যায়। সঠিকভাবে এই মাইগ্রেশন পদ্ধতি জানা থাকলে সেই কাজগুলো অল্প করে করে দিয়ে বেশ ভাল পরিমাণ আয় করা সম্ভব। এই মডিউলে ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন বা ট্রান্সফার করার Manual এবং Automatic উভয় পদ্ধতি-ই দেখানো হয়েছে। শুধুমাত্র এটা শিখলেও অনলাইনে কাজ করা সম্ভব। Module 05- (Sahifa Customization) Sahifa থিম হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ব্যাপক জনপ্রিয় একটি Premium Newspaper/Magazine Theme. এটি এতটাই ডিটেইলস এ দেখানো হয়েছে যা না দেখলে কেউ বিশ্বাস ই করতে পারবে না। এতটা ভেঙ্গে ভেঙ্গে বুঝানো হয়েছে যে এটা দেখলে যে কেউ থিম কাস্টমাইজেশনের মূল কনসেপ্ট একদম পরিষ্কারভাবে বুঝে যাবে। Module 06- (Divi Page Builder / Theme) পৃথিবীতে যে কয়টি Page Builder সেরা তার মধ্যে Divi অন্যতম। এটার মূলত থিমও রয়েছে। এই মডিউলের ডিভি ব্যবহার করে কিভাবে নিজের ইচ্ছামত ডিজাইন করা যায় সেটি দেখানো হয়েছে। ডিভি এর ইলিমেন্ট গুলো ভেঙ্গে ভেঙ্গে বিস্তারিতভাবে বুঝানো হয়েছে। এই মডিউল দেখলে যে কেউ যে কোন প্রকার পেইজ বিল্ডার নিয়ে চোখ বন্ধ করে কাজ করতে পারবে। Module 07- (Child Theme) চাইল্ড থিম হচ্ছে ওয়ার্ডপ্রেস এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফিচার। এটি সম্পর্কে জানা থাকলে চাইল্ড থিম সেটাপের কাজ করেও অনলাইন থেকে আয় করা যায়। এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই মডিউলে। এখানে প্র্যাক্টিক্যাল দেখানো হয়েছে কিভাবে কয়েক মিনিটের মধ্যে চাইল্ড থিম তৈরি করা যায়। Module 08- (Slider Revolution) যে কোন ওয়েবসাইটের জন্য Slider হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পার্ট। আপনি ওয়েব ডিজাইন শিখবেন অথচ স্লাইডার তৈরি করা জানবেন না সেটা হয় না। এই জন্য এই কোর্সে দেয়া হয়েছে পৃথিবীর অন্যতম বেস্ট স্লাইডার- Slider Revolution এর কাস্টমাইজেশন ভিডিও। এটি দেখলে কেমন চমৎকার টাইপের স্লাইডার তৈরি করতে পারবেন তার ডেমো এখানে ক্লিক করে দেখতে পারেন। আর কি চাই বলুন? !!! Module 09- (Avada Theme) WordPress এর প্রিমিয়াম থিমের জগতে Avada হচ্ছে এক পপুলার নাম। হাফ মিলিয়নের থেকেও বেশি বার বিক্রি হয়েছে এই থিমটি। এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে কিভাবে এই থিমের সাহায্যে দ্রুত ওয়েবসাইট তৈরি করা যায়। মেন্যুয়াল অপশন গুলো দেখানো হয়েছে, এরপরে আটোমেটিক কিভাবে কাজ করা যায় সেটিও দেখানো হয়েছে। Module 10- (Online Earning Guide) কাজ শেখার পরে কিভাবে ওয়েব ডিজাইনের কাজ করে আয় করা যায় সেগুলো নিয়ে কিছু গাইডলাইন দেয়া হয়েছে। এটি মূলত ওয়েব গুরু টিউটোরিয়াল এর সাথে থাকা গাইডলাইন যা ফলো করলে কাজ পেতে অনেকটাই সহজ হয়ে যায়। এই কোর্সের সাথে ৮৯ ডলার মূল্যের Divi থিম এবং পেইজ বিল্ডার সম্পূর্ণ ফ্রীতে পাবেন! এছাড়াও এই কোর্সে যারা কিনবেন তাদের জন্য, এই কোর্সের সাথে সম্পূর্ণ ফ্রীতে পাবেন Elementor Pro এর ভিডিও কোর্স! এই কোর্সগুলো এখন যারা কিনবেন তাদের পরবর্তীতে সম্পূর্ণ ফ্রীতে দেয়া হবে সেই কোর্স গুলো। আইটি বাড়ি মানেই বেস্ট কোয়ালিটি ট্রেনিং ঘরে বসে সীমিত মূল্যে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

পাঠকদের সুবিধার্থে বিভিন্ন সোর্স থেকে যেমন- Facebook, Telegram , Youtube এই ধরনের website থেকে লিঙ্ক কালেক্ট করলেও incourse.xyz Copyright Law অনুসরণ করে । যদি কনো কোর্স বা বই কপিরাইট /copyright এ পড়ে । তাহলে আমাদের জানান, আমারা সেটা ২৪ ঘণ্টার ভিতরে রিমুভ করে দিবো । - laren more

ডোনেট করুন ।। আপনার জন্য

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !