Microsoft PowerPoint

0
কোর্স সম্পর্কে আপনি কি বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছেন? নাকি কোনো কোম্পানিতে নতুন ইন্টার্ন? নাকি আবার আপনি একজন অভিজ্ঞ চাকরিজীবী এবং নতুন টেকনোলজি শিখছেন? আমাদের সবারই কখনো না কখনো মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের সামনে পড়তে হবে এবং এটি মোটামুটি নিশ্চিত। পাওয়ারপয়েন্ট হলো অনেকটা সেই দূর সম্পর্কের আত্মীয়- এর মতো যে কিছুদিন পর পর বাসায় চলে আসে! আপনি কি ভেবে দেখেছেন যে কোথাও কাজ করতে গিয়ে হয়ত আপনার নিজেকে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের মাধ্যমে উপস্থাপন করতে হতে পারে? বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই অসংখ্য প্রেজেন্টেশন দিতে হয়। তা হতে পারে কোনো প্রতিযোগিতা, কুইজ অথবা একটা ছোট্ট ক্লাস টাস্ক। আর অন্যদিকে কর্পোরেট সেক্টরে আকর্ষণীয় ও তথ্যবহুল প্রেজেন্টেশন স্লাইডের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা অনেকটা নিষ্প্রয়োজন। আপনি যদি প্রেজেন্টেশন দিয়ে সবাইকে মুগ্ধ করায় আপনার সহকর্মীদের থেকে পিছিয়ে পড়তে না চান তাহলে এখনই সময় পাওয়ারপয়েন্টের খুঁটিনাটি জেনে নেয়ার। আর আপনাকে অসাধারণ সব পাওয়ারপয়েন্ট স্লাইড বানানোয় সাহায্য করতে আমরা নিয়ে এসেছি “Microsoft Powerpoint Beginner to Advanced” কোর্স। কোর্সটি নিয়েছেন সাদমান সাদিক, যিনি আপনাকে পাওয়ারপয়েন্ট শেখানোর জন্য সবথেকে ভালো একজন টিউটর। কোর্সের টিউটোরিয়ালগুলো এমনভাবে সাজানো হয়েছে যা আপনাকে একটি আকর্ষণীয় স্লাইড বানানোর জন্য পাওয়ারপয়েন্টের সকল ফিচার শেখাবে। অ্যানিমেশন, গ্রাফিক্স ডিজাইন, ডেটা ভিজ্যুয়ালাইজেশন কিংবা একটি সাধারণ স্লাইড বানানো, এই কোর্সটিতে আপনি পেয়ে যাবেন সবকিছু। বেশ মজার শোনাচ্ছে তো? তাহলে আজই এনরোল করুন কোর্সে এবং আপনার পাওয়ারপয়েন্ট নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে সহকর্মীদের মুদ্ধ করুন আর একটি ভাল গ্রেড, একটি নতুন চাকরি কিংবা পদোন্নতি পেতে এগিয়ে থাকুন অন্য সবার চেয়ে। কোর্সটি কাদের জন্য? যারা মাত্রই বিশ্ববিদ্যালয় জীবন শুরু করেছে। যারা ইন্টার্ন এবং চাকরীতে অনেক উন্নতি করতে চায়। কর্পোরেটস যারা পদোন্নতি পেতে চায়। নতুন গ্রাজুয়েটস যারা চাকরীর জন্য আবেদন করছে। কোর্সটি থেকে আপনি কী কী শিখবেন? কীভাবে অসাধারণ, অতুলনীয় এবং অনেক তথ্যবহুল প্রেজেন্টেশন স্লাইড বানানো যায়। পাওয়ারপয়েন্টে ডেটা ভিজ্যুয়ালাইজেশন এবং কনসেপচুয়ালাইজেশন। পাওয়ারপয়েন্টের মাধ্যমে প্রাফিক্স ডিজাইন ও অ্যানিমেশন। পাওয়ারপয়েন্টের খুঁটিনাটি সকল ধারণা। এই কোর্সের বৈশিষ্ট্যগুলো কী কী? কোর্সটির ইন্সট্রাক্টর সাদমান সাদিক অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন প্রফেশনাল পাওয়ারপয়েন্ট প্রেজেন্টার। কোর্সটি বিগিনার থেকে শুরু করে এক্সপার্ট, সবারই স্লাইড বানানোর স্কিল বৃদ্ধি করবে। প্রতিটি লেকচারের সাথেই রয়েছে কুইজ যা নিজেকে মূল্যায়ন করতে সাহায্য করবে। কোর্সটিতে রয়েছে লিখিত নোটস যা আপনাকে কঠিন তথ্য মনে রাখতে সাহায্য করবে। এটি মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের সকল ফাংশনের সার্বিক ধারণা দিবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

পাঠকদের সুবিধার্থে বিভিন্ন সোর্স থেকে যেমন- Facebook, Telegram , Youtube এই ধরনের website থেকে লিঙ্ক কালেক্ট করলেও incourse.xyz Copyright Law অনুসরণ করে । যদি কনো কোর্স বা বই কপিরাইট /copyright এ পড়ে । তাহলে আমাদের জানান, আমারা সেটা ২৪ ঘণ্টার ভিতরে রিমুভ করে দিবো । - laren more

ডোনেট করুন ।। আপনার জন্য

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !