কোর্স সম্পর্কে
আপনি কি ভাবছেন যে আমরা প্রতিদিন যেই ওয়েবসাইটগুলো ব্যবহার করি সেগুলো কীভাবে ডিজাইন করা হয়েছে? নাকি আপনি এই সম্পর্কে একটু একটু জানেন কিন্তু আরও বেশি দক্ষতা অর্জন করে নিজে নিজেই ওয়েবসাইট বানিয়ে আপনার ওয়েব ডিজাইনিং পোর্টফোলিও আরও সমৃদ্ধ করতে চান? তাহলে এই কোর্সটি আপনার জন্যই।
ক্রমবর্ধমান ডিজিটাল যুগের সাথে ওয়েব ডিজাইনারদের চাহিদাও বেড়েই চলেছে। আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি যদি নিজের ছোট্ট ব্যাবসাকে প্রমোট করতে চান কিংবা গ্লোবাল অডিয়েন্স-এর কাছে আপনার ব্র্যান্ডকে পৌঁছে দিতে চান তাহলে ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
আর তাই আপনার একজন ওয়েব ডিজাইনার হবার স্বপ্নপূরণে সাহায্য করতে আমরা নিয়ে এসেছি ‘ওয়েব ডিজাইনিং’ কোর্স যার মাধ্যমে আপনি ওয়েব ডিজাইনিং এর বেসিক থেকে শুরু করে সবকিছু শিখতে পারবেন। একজন বিগিনারও হলেও এই কোর্সে আপনি HTML & CSS ল্যাংগুয়েজ, ডোমেইন হোস্টিং, ওয়েবসাইকে রেসপন্সিভ এবং ইন্টার্যাক্টিভ বানানোর উপায়, থেকে শুরু করে একজন ভালো ওয়েব ডিজাইনার হয়ে ওঠার খুঁটিনাটি জানতে পারবেন।
এই কোর্সে আমাদের দক্ষ ইনসট্রাক্টর এবং অসাধারণ সব টিউটরিয়ালের সাহায্যে আপনি ঘরে বসেই নিজেকে একজন সফল ওয়েব ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারবেন যা আপনার জন্য অনেকগুলো সম্ভাবনার দুয়ার খুলে দিবে।
কোর্সটি কাদের জন্য?
বিগিনারস, যারা ওয়েব ডিজাইনিং-এর স্কিলটি অর্জন করতে চায়।
যারা নিজের ওয়েবসাইট নিজেই ডিজাইন করতে চায়।
যারা ওয়েব ডিজাইনিং শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে চায়।
কোর্সটি থেকে আপনি কী কী শিখবেন?
ওয়েব ডিজাইন-এর দুটি গুরুত্বপূর্ণ ল্যাংগুয়েজ HTML এবং CSS এর বেসিক থেকে সম্পূর্ণ ধারণা।
বিভিন্ন ওয়েবসাইটের লেআউট তৈরির উপায়।
একটি ভালো ইউজার এক্সপেরিয়েন্স-এর জন্য ওয়েবসাইটের প্ল্যানিং থেকে শুরু করে ডিজাইন কোডিং অবধি সবকিছু।
ওয়েবসাইটকে রেসপনসিভ করার উপায়।
ওয়েব হোস্টিং এর প্রক্রিয়া।
ভিজিটারদের ইন্টার্যাক্টিভ ওয়েবসাইট-এর অভিজ্ঞতা দেয়ার জন্য যা কিছু জানা প্রয়োজন।
নিজের ওয়েবসাইট তৈরির জন্য ইন্ডাস্ট্রির বেস্ট প্র্যাকটিস জানা।
এই কোর্সের বৈশিষ্ট্যগুলো কী কী?
এই কোর্স-এ রয়েছে ওয়েবসাইট ডিজাইনিং-এর শুরু থেকে অনলাইনে হোস্টিং অবধি সবকিছু।
কোর্সটি একদম বিগিনারদের জন্য অনেক সহজ টিউটরিয়ালের মাধ্যমে তৈরি করা হয়েছে।
কোর্সটিতে বেশ কিছু মাইক্রো প্রজেক্ট এসাইনমেন্ট রয়েছে যা শিক্ষার্থীদের ওয়েব ডিজাইনিং-এর দক্ষতা বৃদ্ধি করবে।
কোর্সের শেষে শিক্ষার্থীরা একটি চিট-শিট পাবে যাতে রয়েছে বিভিন্ন শর্টকাট, টেকনিক এবং কোডস যা তাদের ওয়েব ডিজাইনিং-এর জন্য প্রয়োজনীয়।
Bkash-Send Money
কোর্স ক্রয় করার জন্য ! আপনি আমাদের এই নাম্বারে কল করতে পারেন অথবা এই Facebook পেজে পেজে Message করতে পারেন ।, Bkash Personal: 01401805277
একবার পেমেন্ট করলেই পাবেন সকল কোর্সের অ্যাক্সেস !!
Follow these steps to pay with Bkash
Step 1
Dial *247# to Start
Step 2
Press 1 to Send Money
Step 3
Enter Number : 01401805277
Step 4
Enter : BDT 300 as Pay Amount
Step 5
Enter : 56789 as Reference
Step 6
Enter your "PIN" then Confirm
আপনার Pyment শেষ হলে আমাদের এই পেজে যোগাযোগ করুন । অবশ্যই pyment এর স্ক্রিনশট সহ Message করতে হবে ।
পাঠকদের সুবিধার্থে বিভিন্ন সোর্স থেকে যেমন- Facebook, Telegram , Youtube এই ধরনের website থেকে লিঙ্ক কালেক্ট করলেও incourse.xyz Copyright Law অনুসরণ করে । যদি কনো কোর্স বা বই কপিরাইট /copyright এ পড়ে । তাহলে আমাদের জানান, আমারা সেটা ২৪ ঘণ্টার ভিতরে রিমুভ করে দিবো । - laren more