Wedding Photography-free forever

0
কোর্স সম্পর্কে কেমন হতো যদি প্রতি সপ্তাহে বর-কনের জন্য কোনো উপহার না নিয়ে গিয়েই বিয়ে বাড়ির বিরিয়ানি পেয়ে যেতেন আবার সেই সাথে সেখানে যাওয়ার জন্য টাকাও পেতেন! অনেকটা কল্পনার মতো শোনাচ্ছে, তাই না? ওয়েডিং ফটোগ্রাফির ব্যবসা শুধুমাত্র ভালো আয় এবং সম্মানই নিয়ে আসে না বরং অবিশ্বাস্য সব সুযোগও নিয়ে আসে। একজন ভাল ওয়েডিং ফটোগ্রাফার হবার সুবিধা কেবলমাত্র বিয়ে বাড়িতে ফ্রি খাবার নয় বরং এর মাধ্যমে গ্র্যান্ড প্রজেক্টের জন্য বিদেশে যাওয়া এবং লেন্সের মাধ্যমে সৌন্দর্যকে ধারণ করার একটি সুযোগ থাকে। ওয়েডিং ফটোগ্রাফির ব্যবসা ভালোভাবে চালানো সম্ভব হলে এটি অনেক আনন্দময় এবং অ্যাডভেঞ্চারস হতে পারে। শুরুতে যদিও কিছু চ্যালেঞ্জ আসতে পারে। এজন্যই “wedding photojournalism in Bangladesh”- এর প্রবর্তক এবং Wedding Diary Bangladesh- এর CEO প্রিত রেজাকে আমরা এই দায়িত্ব দিয়েছি যাতে তিনি নিজের সকল ওয়েডিং ফটোগ্রাফির সিক্রেট আপনার সামনে তুলে ধরেন এবং আপনি আর গাইডেন্স- এ ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে একটি সফল ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। কোর্সটিতে আপনি ওয়েডিং ফটোগ্রাফি- এর বেসিক থেকে শুরু করে কীভাবে ওয়েডিং ফটোগ্রাফির মত একটি উৎসবকে উপভোগ করা যায় তা শিখতে পারবেন। আপনার ইন্সট্রাক্টর এই ক্ষেত্রে একজন অভিজ্ঞ ব্যক্তি আর তিনি আপনাকে ওয়েডিং ফটোগ্রাফির ব্যবসার পাশাপাশি কীভাবে ভালো গ্রাহক পাওয়া সম্ভব এবং দেশ -বিদেশের অনেক ভালো সুযোগগুলো লুফে নিতে হয় সে বিষয়ে ধারণা দিবেন। তিনি আপনাকে ক্যামেরা ও যন্ত্রপাতি নিয়ে বিস্তারিত জানাবেন এবং কীভাবে আপনার কাজ ভালভাবে সেল করতে পারবেন সে সম্পর্কে সঠিক ধারণা দেবেন। তার সেন্স অফ হিউমার এবং সক্রিয় অংশগ্রহণে মাত্র তিন ঘন্টার এই কোর্সটি আপনার কাছে হয়ে উঠবে আরও সহজ। কোর্সটি কাদের জন্য? যারা জানেন না কোথা থেকে ফটোগ্রাফির বেসিক শিখতে পারবেন। যারা ওয়েডিং ফটোগ্রাফিতে আগ্রহী। ওয়েডিং ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে যারা বিগিনার। যারা তাদের প্যাশনকে ধরে রেখে সে অনুযায়ী কাজ করে যেতে চায়। কোর্সটি থেকে আপনি কী কী শিখবেন? ওয়েডিং ফটোগ্রাফির বেসিক। কোন গিয়ারটি প্রয়োজনীয় এবং অপরিহার্য। স্যুটিং এবং এডিটিং এর কৌশল। কীভাবে নিজের এবং নিজের নতুন ওয়েডিং ফটোগ্রাফি ব্যবসার মার্কেটিং করা যায়। এই কোর্সের বৈশিষ্ট্যগুলো কী কী? ওয়েডিং ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি সম্পর্কে তিন ঘন্টার মধ্যে একটি সামগ্রিক ধারণা নিতে পারবেন। ২৯টি ভিডিও- এর মাধ্যমে ফটোগ্রাফির খুঁটিনাটি শিখতে পারবেন। কুইজগুলো আপনাকে এ সম্পর্কিত জ্ঞান আরও ভালোভাবে অর্জনে সহায়তা করবে। ২টি লাইভ স্যুট এর মাধ্যমে ওয়েডিং ফটোগ্রাফির ব্যবহারিক জ্ঞান লাভ করতে পারবেন। কোর্সটি সম্পূর্ণ বাংলায়, শিক্ষার্থীদের জন্য সহজ এবং শিক্ষামূলক। সংক্ষিপ্ত করুন
প্রিভিউ কন্টেন্ট
Class 01: Course Introduction
Class 02: Why Do You Want To Be A Wedding Photographer?
Class 03: Calculate Your Need And Know Your Budget
Class 04: Canon Vs Nikon
Class 05: Prime Vs Zoom
Class 06: Other Accessories
Class 07: Planning
Class 08: Shooting List
Class 09: Kabab Mein Haddi
Class 10: Avoid Surprises
Class 11: সামনে চোখ পিছনে চোখ
Class 12: Actual Details
Class 13: Know Before Shoot
Class 14: Raw Vs Jpeg
Class 15: ভেন্যুতে কখন যাব
Class 16: Equipment Checking
Class 17: ক্যামেরা নষ্ট হয়ে গেলে কি করবেন
Class 18: Photographer's Safety
Class 19: Team Or 2nd Shooter
Class 20: Know Your Camera Settings
Class 21: Copy Your Own Favourite Poses
Class 22: কি কি ধরনের ছবি
Class 23: মেহমানের ছবি
Class 24: Package Price Setting
Class 25: শুরুটা করব কিভাবে
Class 26: Composition
Class 27: Background
Class 28: Contract Paper Template
Class 29: Model Release
Class 30: Single Portrait Shoot
Class 31: Couple Portrait Shoot


  

   

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

পাঠকদের সুবিধার্থে বিভিন্ন সোর্স থেকে যেমন- Facebook, Telegram , Youtube এই ধরনের website থেকে লিঙ্ক কালেক্ট করলেও incourse.xyz Copyright Law অনুসরণ করে । যদি কনো কোর্স বা বই কপিরাইট /copyright এ পড়ে । তাহলে আমাদের জানান, আমারা সেটা ২৪ ঘণ্টার ভিতরে রিমুভ করে দিবো । - laren more

ডোনেট করুন ।। আপনার জন্য

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !